Mission & Vision

যুগোপযোগী শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক গুণাবলির সুষম বিকাশ সাধন এবং প্রত্যেক শিক্ষার্থীকে বৃহত্তর কর্মজীবন ও জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বদানের উপযোগী সুনাগরিক হিসেবে গড়ে তোলা  ও শিক্ষার্থীদের নিজ যোগ্যতায় সর্বাদিক সংখ্যক শিক্ষার্থী মেডিকেল, বুয়েটসহ  দেশের পাবলিক বিশ^বিদালয়ে ভর্তির সুযোগ পেয়ে দেশ সেরা/ জাতীয় পর্যায়ে প্রথম হওয়াই অত্র প্রতিষ্ঠানের লক্ষ্য। এই প্রতিষ্ঠানের মূলমন্ত্র হচ্ছে-‘শিক্ষা, শৃঙ্খলা, চরিত্র, দেশপ্রেম ও সেবা’।