জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘‘জুলি ও কুরি’’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে লালমোহন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩টি বিভাগে ১৮টি পুরষ্কারের মধ্যে ১২টি পুরষ্কার অর্জন করেছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ।
2023-05-28জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘‘জুলি ও কুরি’’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে লালমোহন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩টি বিভাগে ১৮টি পুরষ্কারের মধ্যে ১২টি পুরষ্কার অর্জন করেছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। ===================================== <<<কুইজ প্রতিযোগিতা >>>> -----ক বিভাগ------ ১. আরিয়ান সিকদার সালমান, ২য় স্থান, ৫ম শ্রেণি। ২. রাতুল চন্দ্র ঘরামী, ৩য় স্থান, ৫ম শ্রেণি। -----খ বিভাগ------ ১. ইফতেখার আহমেদ জিসান, ১ম স্থান, ৯ম শ্রেণি। ২. তানহা আলম মমো, ২য় স্থান, ৯ম শ্রেণি। ৩. জুবায়ের ইসলাম, ৩য় স্থান, ৯ম শ্রেণি। -----গ বিভাগ------ ১. সাবিকুন নাহার, ১ম স্থান, একাদশ শ্রেণি। ২. অন্তরা আক্তার, ২য় স্থান, একাদশ শ্রেণি। ৩. সৈয়দা মেহেনাজ আক্তার, ৩য় স্থান, একাদশ শ্রেণি। <<<চিত্রাঙ্কন প্রতিযোগিতা >>>> ----ক বিভাগ------ ১. আদিবা দিল তাইয়্যেবা (পৃথা), ২য় স্থান, ৩য় শ্রেণি। -----খ বিভাগ------ ১. রুহানা আমরিন ফিমা, ১ম স্থান, ৯ম শ্রেণি। ২. তানহা আলম মমো, ২য় স্থান, ৯ম শ্রেণি। -----গ বিভাগ------ ১. অন্তরা আক্তার, ২য় স্থান, একাদশ শ্রেণি। বিজয়ী সকলকে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।